শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালপুরের নতুনবাজারে খিচুড়ি খাওয়ানো শুরু

News Sundarban.com :
এপ্রিল ২০, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর : লকডাউন সরকারি নির্দেশে লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করল মথুরাপুর ১ নং পঞ্চায়েত সমিতির লাল পুর গ্রাম পঞ্চায়েত প্রধান। সোমবার রবিবার থেকে প্রধান মনসুর মোল্লার উদ্যোগে ও নিজস্ব খরচায় লালপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারের প্রগতি এফ পি স্কুলে চারটি সংসদ এলাকার প্রায় ৩ থেকে ৪ শ জনের খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রধান মনসুর মোল্লা জানান, মথুরাপুর এক নম্বর ব্লকের বিডিওর তরফ থেকে আমাদের ১৪ টি বুথের মাত্র ১০ কুইন্টাল চাল পাওয়া গেছে। সেই চাল সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট নয়। জেলা ও বিধায়কের তরফ থেকে কোন সাহায্য না পাওয়ায় বাধ্য হয়ে এই অসহায় মানুষদের কথা ভেবে স্কুলে তাদের খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছি।