শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ কন্ট্রোল রুমের সদস্যদের মাস্ক দিল দিশারী ফার্মাস্ ক্লাব

News Sundarban.com :
এপ্রিল ১৯, ২০২০
news-image

 

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং -শনিবার দুপুরে বাসন্তী ব্লকের চুনাখালিতে ৩৮২ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ও গ্রাম পঞ্চায়েতের কোভিড-১৯ কন্ট্রোল রুমের সদস্যদের মাস্ক বিতরণ করলো দিশারী ফার্মাস্ ক্লাব।
উল্লেখ্য আপন বেগে প্রবাহিত হয়ে চলেছে হাতাখালি নদী। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই হাতাখালি নদীর তীরে অবস্থিত সুন্দরবনের অত্যন্ত পিছিয়েপড়া বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েত।বাসন্তী ব্লকের এই পঞ্চায়েত এলাকায় অধিকাংশ দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। ভিনরাজ্যে কাজ করে কিংবা এলাকায় দিনমজুর,নদীতে মাছকাঁকড়া ধরে জীবনজীবিকা ধারণ করে থাকেন এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।বর্তমানে করোনার গ্রাসে জর্জরিত দেশ তথা রাজ্য।করোনা ভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে চলছে লকডাউন।তারপর ও সরাকারি ভাবে নিষেধাঞ্জা জারি হয়েছে একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে পা বাড়ালেই মুখে মাস্ক থাকা বাধ্যতা মুলক। নচেৎ শাস্তি পেতেই হবে।করোনা আর লকডাউনের জোড়া ফলায় বিধ্বস্ত হয়ে অসহায় হয়ে পড়েছেন এলাকার নিত্য খেটে খাওয়া পরিবার গুলি। মাস্ক কিনতেই হবে। কিন্তু তেমন ভাবে মাস্কের জোগান নেই। তারপর অর্থনৈতিক পরিকাঠামোর অবস্থাও বেহাল।এমন কঠিন পরিস্থিতিতে বাসন্তী ব্লকের চুনাখালি গ্রামপঞ্চায়েত এলাকায় প্রায় চার হাজার মাস্ক বিলি করলো দিশারী ফার্মাস ক্লাব।এই গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৮২ টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩২০০ মহিলার হাতে তুলে দিলেন চার হাজার মাস্ক।শনিবার দুপুরে রীতিমতো সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকের হাত ধুয়ে দিয়ে মাস্ক তুলে দিলেন দিশারী ফার্মাস্ ক্লাবের কো-অর্ডিনেটর বিষ্ণুপদ প্রধান। পাশাপাশি ২০০ মাস্ক তুলে দিলেন চুনাখালি গ্রাম পঞ্চায়েতের QRT টিম এবং আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের কে। দিশারী ফার্মাস্ ক্লাবের কো-অর্ডিনেটর বিষ্ণুপদ প্রধানের এমন উদ্যোগ কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চুনাখালি গ্রাম পঞ্চায়েতের কোভিড-১৯ (Covid-19)কন্ট্রোল রুমের সদস্যরা। পাশাপাশি কৃতঞ্জতা জানিয়েছেন স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যারা।