বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রান বিলি কুলপি ও মন্দির বাজারের বিধায়কের

News Sundarban.com :
এপ্রিল ১৭, ২০২০
news-image

সাহিল আনোয়ার, কুলপি : 

করোনা সংক্রামন থেকে বাঁচাতে প্রশাসনের নির্দেশে লকডাউনের জেরে কর্মহীন হয়ে গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ালো কুলপির বিধায়ক যোগ রঞ্জন হালদার। বৃহস্পতিবার বিকালে তিনি তার নিজস্ব আয় থেকে তার বিধানসভা ক্ষেত্রের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রামকিশোর, রাজারামপুর, ঈশ্বরীপুর, বেলপুকুর, করঞ্জলী, কেওড়াতলা ও কামারচক এই সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অসহায় মানুষদের জন্য ১০ কুইন্টাল চাল, ৬ কুইন্টাল আলু, ৪ কুইন্টাল ডাল, ৫০০ পিস সাবান ও ৫০০ পিস মাস্ক তুলে দেন। অন্যদিকে এদিন মন্দিরবাজার বিধানসভা ক্ষেত্রের গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দয়রামপুরের সূর্য কমপ্লেক্সে সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার ওই গ্রাম পঞ্চায়েতের ৩০০ গরিব পরিবারের হাতে চাল, ডাল, আলু তুলে দেন।