বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা সংক্রমণ নিয়ে বেজায় অসন্তুষ্ট আমেরিকা

News Sundarban.com :
এপ্রিল ১৫, ২০২০
news-image

করোনা সংক্রমণ নিয়ে বেজায় অসন্তুষ্ট আমেরিকা। ট্রাম্প আগেইএই নিয়ে হুমকি দিয়েছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থাকে। এবার সেটা কাজে করে দেখালেন। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা। হু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছে আমেরিকা।বিশ্বস্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চরম পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিল আমেরিকা। এবার সেটা কাজে করে দেখাল। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে হু। এই অভিযোগে আর্থিক অনুদান বন্ধ করল আমেরিকা। সাংবাদিক ৈবঠক করে ট্রাম্প জানিয়েছেন চিনের উহান থেকে করোনা সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি হু। সেকারণেই এই চরম সিদ্ধান্ত।