বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মথুরাপুর থানায় রক্তদান শিবিরের উদ্বোধনে পুলিশ সুপার বৈভব তেওয়ারি

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, মথুরাপুর : গরমের মরশুমে প্রয়োজনীয় রক্তের সংকট মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার বিকাল ৫ টা থেকে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে শনিবার বিকাল পাঁচটা থেকে মথুরাপুর থানার ব্যবস্থাপনায় থানার ভবনে পুলিশ, হোম গার্ড, এন বি এফ, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে এক রক্তদান শিবির করা হয়। সেই শিবিরের সূচনা করেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। ৫০ জন পুলিশ কর্মী এই শিবিরের রক্ত দান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক জয়দেব হালদার, জেলা পরিষদ সদস্য নির্মল মজুমদার, মথুরাপুর ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মুনমুন দাস, বিডিও জামিল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) রাকেশ সিং, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সন্তোষ কুমার মন্ডল, মন্দির বাজারের ডিএসপি দেবাশীষ ব্যানার্জি, মন্দিরবাজারের সিআই সৌমিত্র কুমার মন্ডল, ওসি গৌতম সাহা, মথুরাপুরের বি এম ও এইচ জয়দেব রায়, সংখ্যালঘু নেতা রইচ মোল্লা, ব্লক তৃণমূল যুব সভাপতি বাপি হালদার প্রমূখ।