শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভেলোরে গৃহবন্দি মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল ছাত্র পরিষদ

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, কাকদ্বীপ : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষদের বাঁচাতে প্রশাসনের নির্দেশে লকডাউনের জেরে কাজের সুবাদে তামিলনাড়ুর ভেলোরে আটকে পড়া দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪০ টি পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস ছাত্র পরিষদ। প্রাথমিকভাবে কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করে রেখেছে তারা। সেই খাদ্যসামগ্রীর শেষ হয়ে যাওয়ার পর তারা একরকম অনাহারে দিন কাটাতে থাকে। কোনরকম উপায় খুঁজে না পেয়ে এদের মধ্যে একজন ফেসবুক থেকে ফোন নম্বর সংগ্রহ করে কাকদ্বীপের বাসিন্দা দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস ছাত্র পরিষদের সহ-সভাপতি রেজাউল হককে ফোন করে বলেন, “দাদা আমাদের বাঁচান, আমরা এখানে ৪০ জন আটকে আছি, আমাদের কাছে কোন কাজ নেই, কোন খাবার নেই, এরকম চলতে থাকলে আমরা না খেতে পেয়ে মরে যাবো।” রেজাউল তাদের খাবারের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। সেইমতো রেজাউল তড়িঘড়ি কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানান। পরে কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ ওই মানুষগুলোর জন্য চাল, ডাল, তেল ও সবজির ব্যবস্থা করে দেন।