মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথর প্রতিমার গৃহবন্দী আন্তর্জাতিক সংস্থা ও এলআইসির খাদ্য সামগ্রী বন্টন

News Sundarban.com :
এপ্রিল ১০, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, পাথরপ্রতিমা : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রশাসনের নির্দেশে চলছে লকডাউন। তার জেরে কর্মহীন হয়ে মানুষ গৃহবন্দী। একরকম অনাহারে দিন কাটছে তাদের।পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুরের সেই গৃহবন্দী মানুষদের পাশে দাঁড়ালো আন্তর্জাতিক সংস্থা ও এলআইসি। বৃহস্পতিবার সকালে ইন্দ্রনারায়নপুর নজরুল স্মৃতি সংঘের মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও এলআইসির যৌথ সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রাঙ্গণে দিগম্বরপুর, দক্ষিণ রায়পুর, দক্ষিণ গঙ্গাধরপুর, শ্রী নারায়ন পুর পূর্ণচন্দ্রপুর ও রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক হাজার উপভোক্তাকে ৩০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি সোয়াবিন, ১ কেজি সরষের তেল, ১ কেজি লবণ, ২০০ গ্রাম লঙ্কা, ২০০ গ্রাম হলুদ তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির বাকি গ্রাম পঞ্চায়েতগুলোতে এই ধরনের সাহায্য দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়। উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, প্রধান নুরজাহান বিবি, প্রধান ছন্দা মন্ডল, প্রধান শশাঙ্ক হালদার, প্রধান বনবিহারী পাত্র, প্রধান গৌরহরি বাগ ও সংস্থার কর্ণধার শেখ নজরুল ইসলাম, সমাজসেবী কালীপদ দাস প্রমুখ।