বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে কুলপির পথের সাথীতে রক্তদান শিবির

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০২০
news-image

 

শাশ্বতী দোলুই, কুলপি: গরমের মরশুমে রক্তের চাহিদা বাড়ে। করোনা সংক্রমনের জেরে রক্তদান শিবির না হওয়ায় রাজ্যের সব ব্লাড ব্যাংকে মজুত রক্তের পরিমাণ একেবারে তলানীতে এসে ঠেকেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজ্যের ডাক্তার ও ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথাযথ নিরাপত্তা বজায় রেখে রক্তদান শিবির করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে সুন্দরবন পুলিশ জেলার সুপারের নির্দেশে বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে কুলপির পথের সাথীতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে কুলপি থানার থানার ৫০ জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্স রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক যোগ রঞ্জন হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, বিডিও সঞ্জীব সেন, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) রাকেশ সিং, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সন্তোষ কুমার মন্ডল, মন্দির বাজারের ডিএসপি দেবাশীষ ব্যানার্জি, মন্দির বাজারের সিআই সৌমিত্র কুমার মন্ডল, ওসি তরুণ রায় প্রমুখ। বুধবার বিকাল ৫ টা থেকে রায়দিঘির থানার উদ্যোগে বাড়ি ভাঙ্গা বামাচরণ বিদ্যাপিঠে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৫০ জন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার্স রক্তদান করেন।