শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার করাঘাতে জেরবার গ্রামবাংলার দরিদ্র ও প্রতিবন্ধী মানুষজন

News Sundarban.com :
এপ্রিল ১, ২০২০
news-image

 

ক্যানিং -যত দিন যাচ্ছে ততই করোনা তার প্রভাব বিস্তার করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে চলেছে। আর এমন মহামারী পরিস্থিতিতে সারা বিশ্ব থরহরি কম্পমান।করোনা কে প্রতিহত করার জন্য সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে রুজি রোজগার বন্ধ। পেটে টান পড়েছে দরিদ্র অসহায় ও প্রতিবন্ধী মানুজনদের।পাশাপাশি দিন আনা খেটে খাওয়া দরিদ্র মানুষজনও পড়েছেন চরম সংঙ্কটে।সাময়িক ভাবে প্রকৃত অসহায় মানুষজন চিহ্নিত করে তাদের হাতে ত্রাণ তুলে দিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্বজেলার বিজেপি প্রতিনিধি দল।মঙ্গলবার সকালে ক্যানিং১ ব্লকের ডাবু,ছোটদুমকী,জয়রামখালি সহ অন্যান্য বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক দরিদ্র মানুষের হাতে চাল,ডাল,আলু তুলে দেন।মঙ্গলবার এমন কর্মযঞ্জে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপির সম্পাদক সঞ্জয় নায়েক,ক্যানিং ১ মন্ডলের সম্পাদক তথা ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রমূখ রমেন মন্ডল,দক্ষিণ ২৪ পরগনা পূর্বজেলা সহ সভাপতি অসিত মন্ডল সহ অন্যান্যরা।বিজেপি প্রতিনিধি দল টি জানিয়েছেন আগামী দিনে অমলা সরদার,বিমলা সরদার,ভগবতী সরদার,শিবশঙ্কর সরদার,আসমত সেখ’দের মতো অন্যান্যষঅসহায় প্রতিবন্ধী মানুষগুলো যাতে বিপর্যয়ের মধ্যে না পড়ে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।