শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাভাইরাসে মৃত্যু হলে পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ

News Sundarban.com :
এপ্রিল ১, ২০২০
news-image

করোনাভাইরাসে মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন যাঁরা, সেই স্বাস্থ্যকর্মীদের প্রতি মানবসমাজের ঋণ অপূরণীয়। দূর্ভাগ্যবশত কোনও স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাসে মৃত্য়ু হলে, তাঁকে ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে। এমনকি তাঁর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণও দেবে সরকার। ঘোষণা করলেন দিল্লি মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বুধবার সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেন, “এই মুহূর্তে এক এক জন সৈনিকের মতোই লড়াই করে চলেছেন চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন আপনারা।” মুখ্যমন্ত্রী জানান, একজন জওয়ান দেশের হয়ে লড়াই করতে গিয়ে শহিদ হলে দিল্লি সরকার তাঁর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। সেই একইভাবে কোনও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের মোকাবিলার সময়ে করোনাভাইরাস আক্রান্ত হলে এবং মৃত্যু হলে তাঁদেরও দেওয়া হবে শহিদের মর্যাদা। তাঁদের পরিবারের হাতে ১ কোটি টাকার ক্ষতিপূরণ তুলে দেবে আম আদমি পার্টি সরকার। এদিন কেজরীবাল বলেন, “আপনারা (স্বাস্থ্যকর্মীরা) জওয়ানদের থেকে কোনও অংশে কম নয়।”

আরও দেখুন