শেষ দেখাও দেখতে পাবে না মৃতের পরিবার

এমন মৃত্যু কাম্য ছিল না। শেষ দেখাও দেখতে পাবে না মৃতের পরিবার। সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভয়ে হাসপাতাল থেকেই নিয়ে গিয়ে দ্রুত সৎকার করা হবে দমদমের করোনা আক্রান্তের মৃতদেহ। নিরাপত্তার খাতিরে মৃতদেহ দ্রুত সৎকারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়াতেও রয়েছে একাধিক বিধিনিষেধ। সোমবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় করোনায় আক্রান্ত দমদমের বাসিন্দার। দলীয় বৈঠক চলাকালীনই মৃত্যুর খবর পান মমতা। তখনই তিনি পুলিস কমিশনার অনুজ শর্মাকে মৃতদেহ দ্রুত সৎকারের নির্দেশ দেন।