শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভীড় এড়ানোর জন্য সক্রিয় আরপিএফ

News Sundarban.com :
মার্চ ২১, ২০২০
news-image

ক্যানিং -করোনা নিয়ে বিভিন্ন রকমের সতর্কতা জারী হয়েছে। এর মধ্যে ভীড় এড়িয়ে চলা এবং একাধিকবার। হাত ধোওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভীড় কমানোর জন্য সক্রিয় ভুমিকা নিতে দেখা যায় ক্যানিং রেলওয়ে ষ্টেশনের আরপিএফ কে।টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য রীতিমতো পর্যাপ্ত পরিমান দুরত্বে প্রতিজন রেলযাত্রীকে সচেতনতার মধ্যদিয়ে সতর্ক করতে দেখা যায়।পাশাপাশি পর্যাপ্ত পরিমান ষ্টেশন চত্বরও ফাঁকা রাখার জন্য উদ্যোগ নিতে দেখা যায়।

এ প্রসঙ্গে ক্যানিং আরপিএফ ইন্সপেক্টর আর কে সিং জানিয়েছেন “করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য চিকিৎসকরা বার বার পরামর্শ দিচ্ছেন ভীড় এড়িয়ে চলুন। সাধারণ রেলযাত্রীরাও টিকিট কাটার জন্য হোক কিংবা ট্রেনের যাত্রা পথেই হোক না কেন। তাঁরা যাতে ভীড়এড়িয়ে চলেন তার জন্যই এমন সচেতনা। ”