শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাভাইরাসকে ‘চিনা করোনা’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট

News Sundarban.com :
মার্চ ১৮, ২০২০
news-image

এই প্রথম নোভেল করোনাভাইরাসকে ‘চিনা করোনা’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে টুইট করে তিনি বলেন, বিমান-সহ একাধিক সংস্থা চিনা করোনা আতঙ্কে জর্জরিত। সব রকমভাবে সাহায্যের হাতে বাড়িয়ে দিতে প্রস্তুত মার্কিন সরকার। এর আগে রিপাবলিক নেতারাও COVID-19-কে চিনা করোনা বলে কটাক্ষ করেছিলেন। তবে, খোদ মার্কিন প্রেসিডেন্টের মুখে এ ধরনের মন্তব্য ‘জাতি-বিদ্বেষপূর্ণ’ বলে সমালোচনায় সরব হন বিশেষজ্ঞরা।

নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও টুইট করে বেঁধেন মার্কিন প্রেসিডেন্টকে। তিনি বলেন, এশিয়-মার্কিন নাগরিকরা একেই কাবু করোনায়। এ ধরনের মন্তব্য করে ধর্মন্ধতায় ঘি ঢালার কোনও অর্থ হয় না। করোনার উত্পত্তি নিয়ে চিন এবং আমেরিকার মধ্যে শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানের দাবি, মার্কিন সেনা উহান প্রদেশে মহড়ায় অংশগ্রহণ করার পরেই এই ভাইরাস ছড়িয়েছে। তাদের অনুমান আমেরিকা থেকে ভাইরাস এসেছে।