বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী দাতব্য চিকিৎসালয়

News Sundarban.com :
মার্চ ১০, ২০২০
news-image

 

ক্যানিং -সোমবার দুপুরে দোল পূর্ণিমার পূণ্য তিথীতে শুরু হল দাতব্য চিকিৎসালয়।এদিন দুপুরে রোগীদের কে দিয়েই এই দাতব্য চিকিৎসালয়ের সুচনা করা হয়।ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশনের উদ্যোগে ক্যানিং বিদ্যাধরী পাড়া এলাকায় এই চিকিৎসালয়ে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের প্রায় জনা চল্লিশ রোগী তাদের বিভিন্ন রোগের চিকিৎসা করান এই দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসকদের দিয়ে। চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রত্যেক রোগী হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র তুলেদেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশনের কর্মকর্তরা।
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষা মিশনের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি অজয় বায়েন বলেন “সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সহ সমগ্র জেলায় প্রচুর অসহায় দরিদ্র মানুষজন রয়েছেন। আর্থিক অনটনের জন্য বিভিন্ন রোগের চিকিৎসা করাতে পারেন না। তাদের পাশে দাঁড়িয়ে সুস্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই দাতব্য চিকিৎসালয়ের পথ চলা শুরু। আপাতত সপ্তাহে রবিবার ও বুধবার বাদ দিয়েই অন্য পাঁচদিন তিনজন অভিঞ্জ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা কেন্দ্রে বিনাব্যয়ে চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ দুঃস্থ মানুষজন। আগামী দিনে রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসক এর সংখ্যাও বাড়ানো হবে।