মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টোকিও অলিম্পিকের মশাল প্রজ্বালন ১২ মার্চ

News Sundarban.com :
মার্চ ৩, ২০২০
news-image

প্রাচীন অলিম্পিকের কেন্দ্রস্থল অলিম্পিয়ায় টোকিও অলিম্পিকের মশাল প্রজ্বালন করা হবে ১২ মার্চ। গ্রিসের বিভিন্ন স্থানে ঘোরার পর মশালটির জাপান-যাত্রা শুরু হবে ২৬ মার্চ। ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরুর আগে ১২১ দিন জাপানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় জায়গায় যাওয়ার কথা মশালটির। কিন্তু কোন কোন জায়গায় এটি পাঠানো হবে, কোন অনুষ্ঠানে কতজন অংশগ্রহণকারী থাকবে- এসবই এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি আয়োজক কমিটি। ফেব্রুয়ারির মধ্যে কর্মপরিধির বিস্তারিত চূড়ান্ত করে ফেলার কথা থাকলেও আগামী সপ্তাহ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।

প্রজ্জ্বলিত মশালকে বলা হয় অলিম্পিকের প্রতীক। মশালের মতো প্রতীকীভাবে থমকে আছে এখন গোটা টোকিও অলিম্পিকই। করোনাভাইরাসের প্রভাবে জাপানের জীবনযাত্রা এতটাই ব্যাহত হয়ে চলছে যে, ২০২০ অলিম্পিক হবেই- এমন আশ্বাস দিতে পারছে না কেউই। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ ‘যথাসময়ে আয়োজনে বদ্ধপরিকর’ মন্তব্য করার একদিন পরই ‘টোকিওতে না হলে কী হবে তার পরিকল্পনা নেই’ বলে জানিয়েছেন আয়োজক কমিটির ডেপুটি ডিরেক্টর কাতসুরা এনোয়ো। সব মিলিয়ে অনিশ্চয়তার ঘেরাটোপে ‘গ্রেটেস্ট শো অন্য দ্য আর্থ’ হিসেবে বিবেচিত অলিম্পিক ২০২০।