বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলে চুরি,এলাকায় আতঙ্ক,তদন্তে পুলিশ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৭, ২০২০
news-image

 

ক্যানিং -হাইস্কুলে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের “দাঁড়িয়া মলিনাময়ী সনৎ কুমার হাইস্কুল” এ।স্থানীয় সুত্রে জানাগেছে এদিন বিদ্যালয়েরই এক কর্মচারী সকাল দশটা নাগাদ বিদ্যালয়ের গেটে তালা খোলেন। বিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখতে পান অফিস ঘরের দরজা ভাঙা।অফিসে একের পর এক আলমারীর তালা ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গুরুত্ব পূর্ণ প্রয়োজনীয় নথীপত্র। তিনি সেই মুহূর্তে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভঞ্জন সরদার কে ঘটনার কথা জানানা। ঘটনার খবর শুনে ভঞ্জন বাবু বিদ্যালয়ে হাজীর হয়ে তাজ্জব হয়ে যান। তিনি সেই মুহূর্তে ক্যানিং থানায় পুলিশে খবর দেন। ঘটনাস্থলে আসে। খবর দেন ক্যানিং থানার পুলিশে। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ভঞ্জন সরদার বলেন “বুধবার রাতের অন্ধকারে রড,শাবল দিয়ে চোরেরা বিদ্যালয়ের চার টি আলমারী ভেঙে তছনছ করেছে। ছড়িয়ে ফেলেছে গুরুত্বপূর্ণ নথীপত্র। মাত্র ২৫০ টাকা ও বেশকিছু নথীপত্র খোয়া গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।বিদ্যালয়ের একটি বির্ল্ডীংয়ের কাজ চলছে। সম্ভবত চোরের ভেবেছিল বিদ্যালয়ের আলমারীতে প্রচুর টাকাপয়সা রয়েছে। আর সেই উদ্দেশ্য নিয়ে নতুন বির্ল্ডিংয়ের সিঁড়ি ঘরদিয়ে ঢুকে এমন তান্ডব চালিয়েছে।
এবিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আর স্কুলে এমন চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে শিক্ষাপ্রেমী মানুষের মধ্যে।