বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বিরল প্রজাতির ডলফিন উদ্ধার

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,  ক্যানিং:

সোমবার রাতে উদ্ধার হওয়া বিরল প্রজাতির প্রায় সাত ফুট লম্বা একটি ডলফিন মাছ কে নদীতে ছেড়ে দিল বন দফতরের কমীর্রা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মাতলা রেঞ্জের বিদ্যানদী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট রেঞ্জের ইচ্ছামতি নদীর চরে একটি ডলফিন মাছ কে দেখতে পায় স্থানীয় বেশ কিছু মানুষজন এবং বেশ কিছু​ মৎস্যজীবী।তারা নদীর চরে খাঁড়িতে আটকে যাওয়া ডলফিন মাছটি দেখতে পেয়ে সাথে সাথে বন দফতর কে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা বিরল প্রজাতির ডলফিন মাছটি উদ্ধার করে বসিরহাট রেঞ্জের ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসে।সেখানে চিকিৎসকরা ডলফিন মাছটিকে পরীক্ষা নিরীক্ষা করেন।মাছটি সম্পূর্ণ ভাবে সুস্থ ছিল।এরপর বনকর্মীরা এই বিরল প্রজাতির ডলফিন মাছটিকে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝড়খালি রেসকিউ সেন্টারে নিয়ে আসে।সেখান থেকে এদিন রাতে বন কর্মীরা লঞ্চে করে বিদ্যানদীতে ছেড়ে দেয়।এ বিষয়ে বনদফতর জানান বসিরহাট রেঞ্জের ইচ্ছামতি নদীর চরের খাঁড়ি থেকে একটি প্রায় ৭ ফুট লম্বা বিরল প্রজাতির ডলফিন মাছ উদ্ধারষহয়।ডলফিন মাছটি সম্পূর্ণ ভাবে সুস্থ।তাকে বিদ্যা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।