বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাত মাস পর ফের বাইশ গজে  ধোনি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

আশঙ্কার মেঘ সরিয়ে অবশেষে মাঠে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। সাত মাস পর ফের বাইশ গজে দেখা যাবে মাহিকে। আইপিএলের ১৩তম আসরের জন্য ২ মার্চ থেকে প্র্যাকটিসে নামছেন চেন্নাই সুপার কিংস এই অধিনায়ক। ২০২০ আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ওয়াংখেড়ে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ধোনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর বিশ্বকাপে। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এটাই ছিলো ভারতীয় দলের জার্সিতে ধোনির শেষ ম্যাচ। দীর্ঘদিন ভারতীয় দলে না খেলায় চলতি বছরে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন ধোনি। এর পরই ধোনির অবসর গুঞ্জন আরো জোরাল হয়েছিলো। কিন্তু সকলকে অবাক করে ওই দিনই ঝাড়খণ্ড রঞ্জি দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দেন মাহি। তারপর থেকে ধোনির মাঠে নামা নিয়ে প্রশ্ন জাগে ভক্তদের মনে। শুধু ভারতীয় দলের নয়, ধোনির ২০২০ আইপিএল খেলা নিয়েও সংশয় দেখা গিয়েছিলো। কিন্তু মঙ্গলবার সিএসকে-র তরফে জানিয়ে দেওয়া হয়, ২ মার্চ থেকে ত্রয়োদশ আইপিএল-এর জন্য প্র্যাকটিস শুরু করতে চলেছেন ধোনি। -কলকাতা ২৪

এম চিদাম্বরম স্টেডিয়ামে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে প্র্যাকটিস করবেন মাহি। সিএসকে সিইও কেএস বিশ্বনাথন জানান, ধোনি অন্য খেলোয়াড়দের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে ২ মার্চ থেকে। তারপর ফুল ক্যাম্প শুরু হবে ১৯ মার্চ থেকে। প্রথম থেকেই সুরেশ রায়না ও অম্বাতি রায়ডুর সঙ্গে প্র্যাকটিস শুরু করবেন ধোনি।