শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই বোনের দেখা পেয়েছে ৪৭ বছর পর

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

দুজনেই বয়সের ভারে ন্যুব্জ। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়েছে। জীবনের এ প্রান্তে এসেও চোখে কখনও কখনও ভেসে উঠেছে প্রিয় বড় বোনের মুখটি। তবে জীবন সায়াহ্নে এসে যে তার দেখা পাবেন তা কখনও ভাবেননি ৯৮ বছর বয়সী বুন সেন। দীর্ঘ ৪৭ বছর পরে কম্বোডিয়ান বুন সেন দেখা পেয়েছেন তার ১০১ বছর বয়সী বড় বোন বুন চিয়ার।৭০ এর দশকে কম্বোডিয়ায় খেমার রুজের শাসনামলে তারা আলাদা হয়ে গিয়েছিলেন। তারা দুজনেই ভেবেছিলেন, হয়তো অন্যজন সেসময়েই মারা গেছেন।  স্থানীয় একটি এনজিও জানিয়েছে, বুন সেন তার ৯২ বছর বয়সী ভাইকেও খুঁজে পেয়েছেন। খবর বিবিসিরকম্বোডিয়ান এই দুই বোনের শেষবার দেখা হয়েছিল ১৯৭৩ সালে, পল পটের নেতৃত্বাধীন কমিউনিস্ট শাসনমালের ঠিক দুই বছর আগে।বুন সেন পল পটের শাসনামলে তার স্বামীকে হারান। শেষ পর্যন্ত রাজধানী ফোনম পেনের স্টুং মিঞ্চে ডাম্পসাইটের কাছে এসে বসবাস শুরু করেন।জীবন ধারণের জন্য একটা দীর্ঘ সময় তিনি আবর্জনা সংগ্রহ করেছেন। এরপর সেটি করে পুনরায় ব্যবহারযোগ্য করে সেটি বিক্রি করতেন। তবে সব সময়ই তিনি নিজ গ্রামে যাওয়ার স্বপ্ন দেখতেন। কমপং চাম প্রদেশ রাজধানী ফোনম পেন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত।