পোস্ট পিছু প্রিয়াঙ্কা প্রায় ১.৯৪ কোটি টাকা

জেবা আফরোজ :
শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই কোটি টাকা আয় করে নিচ্ছেন সেলিব্রিটিরা। সেটি অভিনয় জগত থেকে শুরু করে ক্রীড়াঙ্গনও। তেমনিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে কোটি টাকা আয় করেছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি ইনস্টাগ্রামে জনপ্রিয় সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ভারত থেকে শীর্ষে রয়েছেন দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যার ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার। বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন।
এই ফলোয়ারের সংখ্যার নিরিখেই পেড প্রোমোশনের টাকার অংক নির্ধারিত হয়। মূল কথা, যার ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পাবেন। প্রিয়াঙ্কা ইনস্টা–প্রোমোশনের জন্য পোস্ট পিছু প্রায় ১.৯৪ কোটি টাকা পেয়ে থাকেন। বিরাটের ফলোয়ার বেশি হলেও তার টাকার অংক এ ক্ষেত্রে কিছুটা কম। তিনি পান ১.৪০ কোটি।