শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে গুটিয়ে গেলো  কোহেলিরা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

ইয়াসিন আরাফাত :

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যাকফুটে ভারত৷ ওয়েলিংটনে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে গুটিয়ে গেলো ভিরাট কোহেলিরা. শুক্রবার প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছিলো ভারত৷ কিন্তু শনিবার সকালে ভারতীয় ইনিংসে রিতীমত ধ্বস নামায় কিউয়ি বোলাররা৷ আগের দিনের স্কোরের সঙ্গে এদিন ৪৩ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ ৬৯ ওভারের প্রথম বলেই ১৬৫ রানে অল-আউট হয়ে যায় ভারত৷ আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে এবং ঋষভ পান্ত কেউই ভারতীয় ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি৷ এদিন বেসিন রিজার্ভের বাউন্সি উইকেটে ভারতীয় ইনিংসে ২ শোর আগেই আটকে ফেলেন টিম সাউদি ও কাইল জেমিসন৷ এই ২ বলারই ৪টি করে উইকেট তুলে নেন৷ আগের দিন ৩৮ রানে অপরাজিত থাকা রাহানে এদিন হাফ-সেঞ্চুরিও পূর্ণ করতে পারেননি৷ ব্যক্তগিত ৪৬ রানে সাউদির শিকার হন টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন৷আর এই অবস্থায় রান-আউট হন পান্ত৷ ব্যক্তিগত ১৯ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান৷ শেষ দিকে মহম্মদ শামি ঝোড়ো ২১ রান যোগ করায় ১৫০ রানের গণ্ডি টপকাইয় ভারত৷