বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিং নতুন কিউসেক কালেকশন মেসিনের সুচনা হল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :

বিদ্যুৎ বিল জমা দেওয়ার কিউসেক কালেকশন মেসিন চালু হল ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। শুক্রবার এই বিদ্যুৎ বিল জমা দেওয়া মেশিনের সূচনা করেন ক্যানিং বিদ্যুৎ দফতরের ডিভিসানাল ম্যানেজার সুকুমার সাহানা।উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী সহ অন্যান্যরা।
উল্লেখ্য এদিকে লোডশেডিং আর একদিকে প্রায় কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে ক্যানিং শহরে অবস্থিত বিদ্যুৎ দফতরের অফিসে গিয়ে বিদ্যুতের বিল শোধ দিতে হতো ইটখোলা,গোপালপুর নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার পরিবার কে।এছাড়াও এলাকা প্রায়ই লোডশেডিং এবং বিদ্যুৎহীন হয়ে পড়ে। আর এমন ঘটনার জন্য প্রতিনিয়ত সাধারণ গ্রামবাসীরা চরম অসুবিধায় পড়তেন।অবশেষে সাধারণ গ্রামবাসীদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার জন্য ক্যানিংয়ের হেড়োভাঙ্গায় গোপালপুর পঞ্চায়েত অফিসে বসলো নতুন কিউসেক কালেকশন মেসিন। পাশাপাশি ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ী ও গোপালপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ১১০০০ ভোল্টের ফিডার উদ্ধোধন করেন।এর ফলে ইটখোলা,নিকারীঘাটা ও গোপালপুর পঞ্চায়েত এলাকার মানুষকে আর কষ্ট করে কয়েক কিলোমিটার দূরে ক‍্যানিং এ বিদ্যুৎ বিল জমা করতে যেতে হবে না, এবং ১১০০০ভোল্টের ফিডারের ফলে এলাকায় লো ভোল্টেজ এর সমস্যা মিটবে বলে জানিয়েছেন জেলাপরিষদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী।