শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্তদান শিবিরে অ্যাম্বুলেন্স উদ্ধোধন করলেন বিধায়ক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং: 

-রক্তদান শিবিরে গিয়ে নিজের বিধায়ক তহবিল থেকে কিনে দেওয়া অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার গাঁতি রুরাল মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার সকালে অনুষ্ঠিত হয় রক্তদান উৎসব।এদিন রক্তদান উৎসবের সুচনার পাশাপাশি অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বিধায়ক।রক্তদান শিবিরে প্রায় ১৪৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদানের পাশাপাশি এদিন স্থানীয় একটি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃতি,কুইজ, শিক্ষামূলক নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাম্বুলেন্স উদ্বোধন ও রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রি,সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল,পুর্ত কর্মাধ্যক্ষ শিবু চক্রবর্তী,বাঁশড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দিপালী মন্ডল,সমাজেবী বিজন মন্ডল পঞ্চায়েত সদস্য মুজিবর রহমান সরদার সহ অন্যান্য বিশিষ্টরা। গাঁতি রুরাল মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক নূর হোসেন মণ্ডল বলেন “অ্যাম্বুলেন্স না থাকার কারণে এলাকার মানুষের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল । আমাদের এলাকার বিধায়ক এর সহযোগিতায় তাঁয়র বিধায়ক তহবিল থেকে আমরা অ্যাম্বুলেন্স পেয়ে খুশি।”
অন্যদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল বলেন “প্রয়োজন ছিল এই এলাকার মানুষের জন্য অ্যাম্বুলেন্সের। আমার কাছে ওঁরা আবেদন করেছিলেন। আমি যথাসাধ্য চেষ্টা করে আমার তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি দিতে পেরে তাদের পাশে দাঁড়ালাম।”