শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিকিৎসক,শিক্ষক,পুলিশের সাহায্যে হাসপাতালে পরীক্ষা দিল অসু্স্থ ছাত্রী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :

চিকিৎসক,শিক্ষক,পুলিশের সাহায্যে হাসপাতালে পরীক্ষা দিল অসু্স্থ এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার মঠেরদিঘি কালিকতলা মিলন বিদ্যাপীঠে।বৃহষ্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। এদিন ভূগোল পরীক্ষা ছিল।পরীক্ষা দেওয়ার জন্য যথারীতি কালিকাতলা মিলন বিদ্যাপীঠে পৌঁছে ছিল গাঁতী জগন্নাথ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রী রুকসোনারা খাতুন।পরীক্ষা ঠিক ঠিক ভাবেই চলছিল। আচমকা দুপুর দুটো নাগাদ পরীক্ষা কেন্দ্রের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এই ছাত্রী।মুহূর্তে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক ও নিরাপত্তার দায়িত্বে থাকা জীবনতলা থানার মহিলা পুলিশ কর্মী তড়িঘড়ি অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী রুকসোনারা খাতুন কে উদ্ধার করে চিকিৎসার জন্য মঠেরদিঘি হাসপাতালে নিয়ে যায়।মঠেরদিঘি হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি এই পরীক্ষার্থীকে চিকিৎসা শুরু করেন।বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার পুলিশ কর্মীদের একাগ্রতা ও মঠেরদিঘি হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় খুব অল্প সময়ে সুস্থ হয়ে ওঠে রুকসোনারা এবং পরীক্ষা দিতে সক্ষম হয়।শুরু হয় হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার তোড়জোড়। শিক্ষক,পুলিশ এবং চিকিৎসকদের সৌজন্যে হাসপাতালের নির্দিষ্ট একটি কক্ষে পরীক্ষা দেয় এই ছাত্রী।
পরীক্ষা শেষে রুকসোনারা জানিয়েছে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক,পুলিশ কর্মী এবং চিকিৎসকরা আমাকে দুর্দান্ত ভাবে সাহায্য করেছেন। তাঁদের সাহায্যে আমি হাসপাতালে বসে ভূগোল পরীক্ষা দিতে পেরেছি না হলে হয়তেো আরো একটি বছর অপেক্ষা করতে হতো।”