শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এলো ইউনাইটেড বাংক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৪, ২০২০
news-image

ক্যানিং -সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম ঝড়খালি নফরগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকা।এই দুই গ্রাম পঞ্চায়েতের পিছিয়ে পড়া পরিবারের মহিলা ও এলাকার বেকার যুবক যুবতীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করলেন ইউনাইটেড গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র। গ্রামের মহিলাদের নিয়ে “ফুড প্রসেসিং” ও ” জৈব সার” তৈরির প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বৃহষ্পতিবার দুপুর থেকেই। এই প্রশিক্ষণ শিবির চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রশিক্ষণের পরে মহিলারা নিজেদের কে তৈরী করে কি ভাবে উদ্যোগে নিয়ে ব্যাবসা শুরু করবেন সে বিষয়েও আলোচনা হয়। তাঁরা যাতে ইউনাইটেড ব্যাংক থেকে লোন পায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।এই সমস্ত গ্রামের পিছিয়েপড় মহিলা ও বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের পাশাপাশি এদিন রামকৃষ্ণ মিশনের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক ডঃ স্বাগত ঘোষ সুন্দরবনের মৎস্য চাষীদের সাহায্যে মৎস্য রোগ নির্ণয় পরীক্ষার জন্য একটি ভ্রাম্যমান মৎস্য অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন। এই অ্যাম্বুলেন্স শুধুমাত্র মৎস্য চাষীদের কাজে ব্যবহার হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্যাংকের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিরেক্টর তথা ইউনাইটেড গ্রামীণ স্বনিযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মলয় পাল, মৎস্য রোগ বিষেশজ্ঞ কুলদীপ বেরা,শিক্ষক তপন মাইতি,হিরালাল মণ্ডল, বিষ্ণু মণ্ডল প্রমূখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।এই প্রশিক্ষণে এলাকার শতাধিক গৃহবধু ও বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করতে পেরে খুশি ।