শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী তে এক দিনে কৃষি প্রশিক্ষণ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৪, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী – এক দিবসীয় কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বাসন্তীতে । বাসন্তী ব্লকের চুনাখালি গ্রামপঞ্চায়েতের বড়িয়া মৌজার অধীনে ৪০ জন কৃষক কে নিয়ে বৃহষ্পতিবার এই কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিকর্তা সুকান্ত কুমার দাস,বাসন্তী ব্লক সহ কৃষি অধিকর্তা রামদাস মান্ডি, দেবব্রত রায় ,সমাজসেবী দেবাশীষ বৈরাগী। এছাড়াও উপস্থিত ছিলেন চুনাখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় নরেশ চন্দ্র নস্কর, অমৃত সরকার,
দিশারী ফার্মাস ক্লাবের সম্পাদক বিষ্ণুপদ প্রধান, অতুল নস্কর, গুনধর পৈড়া,গ্রাম পঞ্চায়েত সদস্য সিতারাম সরদার, কালিপদ সরদার, পিনাকি হাউলীর মতো প্রত্যন্ত এলাকার প্রান্তিক কৃষকরা।
প্রশিক্ষণ শেষে এই এলাকার কৃষকদের সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন চুনাখালী গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা।পাশাপাশি কৃষকরা যাতে করে কৃষি সরঞ্জাম, পুকুর খননে সহযোগিতা, ছাগল, হাঁস, মুরগি পালনে এবং মৎস্য চাষ করে স্বনির্ভরতা লাভ করতে পারে সেই দিক দিয়েই সরকারী ভাবে কৃষকদের কে সাহায্যের আশ্বাসও দেওয়া হয় এই প্রশিক্ষণ শিবিরে।