মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলছুট পড়ুয়াদের স্কুলের অতিরিক্ত শ্রেণী কক্ষের শিলান্যাস

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৩, ২০২০
news-image

ক্যানিং -স্কুলছুট পড়ুয়াদের বিদ্যালয়ের অতিরিক্ত নতুন শ্রেণীকক্ষ নির্মাণের জন্য শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বুধবার বিকালে প্রত্যন্ত সুন্দরবনের মথুরাখন্ড সুরেন্দ্র স্মৃতি বিদ্যানিকেতনের নতুন শ্রেণী কক্ষের শিলান্যাস করেন উত্তর ২৪ পরগণা জেলার বাগুইহাটি বিবেকানন্দ সেবায়াতন এর সম্পাদক ভূপেন দত্ত।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরেন্দ্র স্মৃতি শিক্ষানিকেতনের শিক্ষক স্বপন মন্ডল,বিশিষ্ট সমাজসেবী অমল নায়েক সহ অন্যান্যরা।প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ১ গ্রাম পঞ্চায়েতে মথুরাখন্ড গ্রামে অবস্থিত স্কুলছুটদের বিদ্যালয় সুরেন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন। এই বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০ অধিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে।স্কুলের সকল ছাত্র ছাত্রীর মিডডে মিল,বিদ্যালয়ের পোশাক,বই খাতা সহ সমস্ত পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহন করে এই সুরেন্দ্র স্মৃতি বিদ্যানিকেতনের বিদ্যালয় পরিচালন সমিতি কর্মকর্তারা।স্কুলটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী অমল নায়েক ও বাসন্তীর ব্লকের চম্পা মহিলা সোসাইটি।সুন্দরবন জঙ্গল ঘেঁসা এই মথুরাখন্ড দ্বীপের অধিকাংশ মানুষজন সুন্দরবনের নদীখাঁড়ীতে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। বেশীর ভাগ সময়ে বাঘের কবলে পড়ে প্রচুর মৎস্যজীবির মৃত্যুও হয়েছে। সেই সমস্ত মৎস্যজীবির পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা পরিবারের অভাব অনটনের জন্য পড়াশোন ছেড়ে দেয়। এই সমস্ত স্কুল ছুট ছাত্রছাত্রীদের নিয়ে একটি ২০০৪ সাল একটি স্কুল তৈরী করেন সমাজসেবী অমল নায়েক।একদিকে প্রতিবছরই বাঘের আক্রমণে মৃতের সংখ্যা যেমন বাড়ছে ,তেমনই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েই চলেছে। ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত শ্রেণী কক্ষের প্রয়োজন হয়ে পড়ে।অতিরিক্ত শ্রেণী কক্ষ তৈরী করে দেওয়ার জন্য এগিয়ে আসে উত্তর ২৪ পরগনা জেলার বাগুইহাটি বিবেকানন্দ সেবায়াতন। বুধবার বিকালে চম্পা মহিলা সোসাইটি ও বাগুইহাটি বিবেকানন্দ সেবায়াতন এর যৌথ উদ্যোগে বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস হয়।
আগামী দুমাসের মধ্যে এই অতিরিক্ত শ্রেণী কক্ষের কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে। পাশাপাশি এই শ্রেণী কক্ষটি তৈরী হয়ে গেলে অতিরিক্ত ৫০ জন ছাত্রছাত্রী ক্লাসে বসে পড়াশোনা করতে পারবে।শ্রেণী কক্ষ টি নির্মাণে খরচ হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা।যার সমস্ত ব্যয়ভার বহন করবে বাগুইহাটি বিবেকানন্দ সেবায়াতন ও বাসন্তী চম্পা মহিলা সোসাইটি।