শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তালদি লেভেল ক্রসিংয়ে বোলেরো গাড়ীর ধাক্কা, রেলচলাচল ব্যহত

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১০, ২০২০
news-image

ক্যানিং – লেভল ক্রসিংয়ে একটি বোলেরো গাড়ী ধাক্কা মারায় শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচল ব্যহত হয়।ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিংয়ের তালদি ষ্টেশনে।
রেলপুলিশ গাড়ীর চালক নারায়ণ মন্ডল,খালাসি সুদীপ মন্ডল সহ গাড়ীটি কে আটক করে। পাশাপাশি ঠিক কিসের কারণে লেভেল ক্রসিংয়ে ধাক্কা মারলো সে বিষয়ে গাড়ীর চালক ও খালাসী কে জিঞ্জাসাবাদ শুরু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। স্থানীয় সুত্রে জানাগেছে এদিন বিকাল প্রায় সাড়ে তিনটে নাগাদ তালদি ষ্টেশনে আপ ক্যানিং-শিয়ালদহ ট্রেনটি ঢোকার কথা। সেই নির্দিষ্ট সময় অনুযায়ী তালদি ষ্টেশনের লেভেল ক্রসিংয়ের গেট ফেলছিলেন গেটম্যান। সেই মুহূর্তে জীবনতলার দিক থেকে একটি বোলেরো গাড়ী আসছিল তালদি বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য। দ্রুতগতিতে রেললাইন টপকে যাওয়ার চেষ্টা করে।আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে লেভেল ক্রসিংয়ে সজোরে ধাক্কা মারে।বোলেরোর ধাক্কা লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে গিয়ে রেল লাইনের ওভারহেড তারে উপর পড়ে।বিপদ বুঝে সাধারণ রেলযাত্রীরা দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে আসে ছুটে আসেন রেলের একাধিক পুলিশ কর্মী ও স্থানীয় থানার পুলিশ কর্মীরা।ঘটনাস্থল থেকে চালক খালসি সহ বোলেরো গাড়ীটি আটক করে রেলপুলিশ।আর এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে প্রায় তিনঘন্টা রেলচলাচল ব্যহত হয়।রেলপুলিশের প্রচেষ্টায় সন্ধ্যা ছটার পর থেকে পুনরায় ক্যানিং লাইনে রেলচলাচল স্বাভাবিক হয়।