বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে গিয়ে নিজের লেখা বই ১৫০০ কপি বিলিয়ে দিলেন লেখক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার,ক্যানিং:  একদা নামকরা একজন পুলিশ অফিসার ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন থানা এলাকায় কাজ করে বহু ডাকাত,দস্যু কে সৎপথে ফিরিয়ে এনেছেন।এমন কি সেই সৎপথে ফিরে আসা ডাকাত কে চলতি কলকাতা বইমেলার মঞ্চে দেখাও গেছে।
অরিন্দম আচার্য হলেন সেই ছদ্মবেশী পুলিশ অফিসার। একদা আকাশ বাতাস কাঁপিয়ে সমস্ত গুন্ডা,বদমাশ,রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রায় সকলেই যমের থেকে ও বেশী ভয় পেতেন এই পুলিশ কে।আবার স্নেহ ও করতেন। তাঁর কর্ম জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ইতিমধ্যে বেশ কিছু বইও লিখে ফেলেছেন।যা কিনা যে কোন মনোযোগী পাঠক কে আজীবন সহযোগিতা করবে বইগুলি।বইগুলি বহু জায়গায় সমাদৃতও হয়েছে।২০২০ কলকাতা বইমেলা অরিন্দম আচার্যের লেখা ”থানা থেকে বলছি” বইটি প্রায় পনেরো হাজার কপি শেষ হয়ে গেছে।বেশ কিছু পাঠক বইয়ের জন্য ইতিমধ্যে লেখক কে ফোন করে ও সোস্যাল মিডিয়া মারফত জানিয়েছেন। বই টি যাতে পাওয়া যায় তার জন্য আবেদন নিবেদন করেছেন।যেখানে এই বইটির জন্য খোদ কলকাতা বইমেলায় হাহাকার চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা থেকে গাড়ী হাঁকিয়ে সুদূর সুন্দরবনর উদ্দেশ্যে পাড়িদেন দেড়হাজার বই নিয়ে। আর প্রত্যন্ত সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বাসন্তী ব্লকের একটি মেলা প্রাঙ্গণে ও বাসন্তী এলাকার কয়েকটি গ্রামে নিজের লেখা দেড় হাজার বই “থানা থেকে বলছি” বিলিয়ে দিলেন ছাত্রছাত্র থেকে শিক্ষক শিক্ষিকা এবং পাঠকদের কে।এমন দুর্মূল্য বাজারে ত্রিশ টাকা মূল্যের বই যিনি ১৫০০ কপি বিনামূল্যে দিতে পারেন। তিনি কত মানবিক মানুষ।বাসন্তী ব্লকের অলিতে গলিতে কান পাতলে এমনটি প্রায় সর্বত্র শুনতে পাওয়া যায়।কেউ কেউ আবার বলেই ফেললেন বর্তমানে বাসন্তী এলাকায় রাজনৈতিক হিংসা হানাহানী তে অরিন্দম আচার্য্যের মতো পুলিশ অফিসার থাকলে বাসন্তী ব্লকের হিংসার আগুন নিভিয়ে দিয়ে শান্তির বাতাবরণ তৈরী করে দিতেন।