শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে নড়েচড়ে বসলো কংগ্রেস

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০২০
news-image

ক্যানিং -বুধবার বিকালে দলীয় পার্টী অফিসে নির্বাচনের মধ্যদিয়ে ক্যানিং ১ ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চল সভাপতি নির্বাচিত করে পথচলা শুরু করলে জাতীয় কংগ্রেস।এদিন বিকালে ক্যানিং ব্লকের ১১টি অঞ্চলের অঞ্চল সভাপতি নির্বাচিত করেন কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা।
উল্লেখ্য ক্যানিং মহকুমা এলাকায় জাতীয় কংগ্রেসের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।সেই জায়গায় দাঁড়িয়ে ক্যানিং মহকুমা এলাকা থেকে লুপ্ত হওয়ার পথে জাতীয় কংগ্রেস। সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে শক্তহাতে জাতীয় কংগ্রেসের হাল ধরলেন একদা শিক্ষক জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হারান চন্দ্র মিস্ত্রী।
ইতিমধ্যে কংগ্রেস দলের সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি গ্রামে মধ্যে গিয়ে গ্রামের মানুষের সুখদুঃখের সাথী হয়ে জাতীয় কংগ্রেস দলকে এই মুহূর্তে ক্যানিংয়ে একটা শক্ত ঘাঁটি তৈরী করে ফেলেছেন। ইতিমধ্যে ক্যানিংয়ের ১১ টি অঞ্চলের অঞ্চল সভাপতি পদে দলীয় কর্মীদের নির্বাচিত করে আগামী বিধানসভা নির্বাচন কে সামনে রেখে পথচলা শুরু করলো ক্যানিং মহকুমা এলাকার লুপ্তপ্রায় জাতীয় কংগ্রেস দল।
ক্যানিং ১ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি হারান চন্দ্র মিস্ত্রী বলেন “কংগ্রেস জাতীয় দল। মানুষ কংগ্রেস দলের অবদান ভুলতে পারবেনা। ফলে সাধারণ মানুষের ভুল ভাঙলে আগামী দিনে জাতীয় কংগ্রেসে ফিরে আসতে বাধ্য। ”