শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হল রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

News Sundarban.com :
জানুয়ারি ২১, ২০২০
news-image

ক্যানিং – দক্ষিণ ২৪পরগণনা জেলার ক্যানিং ১ ব্লকের রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলে এক রাজকীয় পরিবেশে বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরুহল মঙ্গলবার সকালে।এদিন বিদ্যালয়ের ও দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সুচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত ব্যানার্জী ও প্রতিযশা শিক্ষক দেবাশীষ বাগচি। এদিন বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দীপঙ্কর সরদার,রাজেন্দ্র নাথ বেরা,উষশী দে,জয়িতা দত্ত,জাহির পৈলান সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা।ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সুচনার পাশাপাশি শান্তির বার্তা পৌঁছে দিতে সাদা পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের সুচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তুষার কান্তি দাস,শিক্ষক জয়দেব মাহাতো,ইতিলতা পাত্র ও মিন্টু প্রামাণিক।প্রতিযোগিতায় অংক দৌড়,লৌহ বল নিক্ষেপ,দৌড়,লংজাম্প,হাইজাম্প,মিউজিক্যাল চেয়ার,যেমন খুশি তেমন সাজো সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টে জয়ন্ত মজুমদার,সরিফুল মোল্ল্যা,সাইনাজ লস্কর,করবী হাজরা,শ্রাবন্তী ধর সহ বিদ্যালয়ের ২৩০০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ১৫০০ ছাত্রছাত্রী অংশগ্রহন করে।রায়বাঘিনী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত ব্যানার্জী।