শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ষবরণের রাতে ফানুস থেকে আগুন লেগে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গিয়েছে।

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০২০
news-image

নতুন বছরের প্রথম দিনেই জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে মর্মান্তিক ঘটনা।  বর্ষবরণের রাতে ফানুস থেকে আগুন লেগেছে বলে সূত্রের খবর। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গিয়েছে।

১৯৭৫ সালে গড়ে ওঠা ক্রেফেল্ড চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার খাঁচাটি মূল চিড়িয়াখানার থেকে কিছুটা দূরে অবস্থিত। সেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বর্ষবরণের রাতে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ” প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্ষবরণের রাতে চাইনিজ  ফানুস থেকে আগুন লাগে। বানরদের খাঁচায় কোনো প্রাণী আর বেঁচে নেই। নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও চাইনিজ ফানুস ওড়ানো হয় বর্ষবরণের রাতে।