বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৯
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং:

একাধিক পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনায় আবারও নড়ে চড়ে বসলো প্রশাসন। সোমবার সকালে সাধারণ গাড়ী চালক ও পথচারীদের কে সচেতন করতে পালন করলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।এদিন সকালে ক্যানিংয়ের মাতলা ব্রীজ এলাকায় বিভিন্ন ধরণে একাধিক গাড়ী তে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টীকার সাঁটিয়ে দিয়ে গাড়ী চালকদের কে সচেতন করেন। পাশাপাশি রাতের অন্ধকারে যাতায়াতের সময় গাড়ীচালকরা যাতে করে সঠিক ভাবে দেখতে পায় তার জন্য লাল,সাদা,হলুদ স্টীকার ও গাড়ীর পিছনে সাটিয়ে দেন। এদিন সকালে ক্যানিং ট্রাফিক ওসি রণজিত মুখার্জীর নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ার অরুপ কয়াল,চঞ্চল শীল,লোকনাথ দাস, শুভেন্দু বিশ্বাস,রবীন নস্কর সহ অন্যান্যরা প্রায় শতাধিক সাইকেল,অটো,ম্যাজিক,বাইক এ স্টীকার সাঁটিয়ে সচেতনতা করেন।

উল্লেখ্য পথ দুর্ঘনায় একাধিক মৃত্যু ঘটনা ঘটে চলেছে প্রায় প্রতিদিনই। আর এই একাধিক দুর্ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তাব্যক্তিরা। বেশীর ভাগই দূর্ঘটনার মূলেই রয়েছে বেপরোয়া বাইক চালানো।হেলমেট না পরা,দ্রুতগতি তে বাইক চালানোর জন্য প্রতিনিয়ত ঘটে চলেছে এই দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ফলে একদিকে সাধারণ পথচারীদের যেমন মৃত্যু হচ্ছে তেমনই বাইক চালকদের ও মৃত্যু হচ্ছে।যাতে করে দুর্ঘটনা এড়িয়ে এবং পথচারীদের প্রতি সজাগ হয়ে গাড়ী চালকরা গাড়ী চালান সেই জন্য এমন কর্মসূচি পালন করা হয় এবং প্রতিমাসে এমন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন ক্যানিং ট্রাফিক ওসি রণজিত মুখার্জী।