শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গঙ্গাসাগর মেলা পরিদর্শনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্রোপাধ্যায়

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৯
news-image

নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর:

রবিবার সকাল ১১ টায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগর মেলার বিভিন্ন কাজকর্ম এবং কাজের প্রস্তুতি পরিদর্শন করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্রোপাধ্যায়।মন্ত্রী বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখে দুপুর ১ টা ৩০ মিনিটে বিভাগীয় দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গঙ্গাসাগর মেলা অফিস ভবনে একটি প্রশাসনিক বৈঠক করেন বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে।এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা,গঙ্গাসাগর বকখালি উননয়ন পর্ষদ আধিকারিক জয়ন্ত মন্ডল, কাকদ্বীপ, নামখানা ও সাগর বিদ্যুৎ দফতরের আধিকারিক প্রমুখ।এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্রোপাধ্যায় বলেন গঙ্গাসাগর মেলার বিভিন্ন কাজকর্ম​ পরিদর্শন করা হল এবং বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে একটি বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়।আগামী ৬ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপ আসবেন।তিনি গঙ্গাসাগর পরিদর্শন করবেন।প্রতিবছর তিনি গঙ্গাসাগর আসেন মেলা শুরুর আগে।রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্রোপাধ্যায় আরও বলেন লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত এবং বেনুবন,চিমাগুড়ি,নামখানা সম্পূর্ণ ভাবে বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে।যাতে তীর্থযাত্রীদের কোন রকম ভাবে অসুবিধা না হয় সেই দিক ভেবে।পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করা হয়েছে এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্রোপাধ্যায় বলেন গতবারের তুলনায় এবারে প্রস্তুতি অনেক উন্নত।গতবারে বিদ্যুৎতের চাহিদা ছিল ২,৭৩৪ কিলোওয়াট,এবারে ২,৭৪৪ কিলোওয়াট।বিদ্যুতের মোট লোড হচ্ছে ৪ হাজার ৪৫ কিলোওয়াট।বিদ্যুতের ৩ টি সাব স্টেশন থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে এবং ডিজি সেট আছে।যা মোট ১৮.৯ এমবিএ।এছাড়া অতিরিক্ত ১৯ টি ডিজি রাখা হচ্ছে কোথাও বিদ্যুতের চাহিদা হলে তা পূরণ করা হবে।তিনি বলেন গতবারে বিদ্যুতের খরচ ছিল ৪০৪.৫ লাখ টাকা।এবারে খরচ ৩৭৭ লাখ টাকা।যেহেতু এমন ভাবে বিদ্যুতের কাজ করা হয়েছে,যার ফলে বিদ্যুতের খরচ কমাতে সক্ষম হয়েছে।সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও অনুপ্রেরণায় গঙ্গাসাগর মেলার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তীর্থযাত্রীদের জন্য।আগামী ৭ জানুয়ারি মেলার শুভ উদ্বোধন হবে।মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।এবারে পূণ্যস্নান ১৪ জানুয়ারি রাত ১২ টার পর থেকে।আমি আশাবাদী গতবারের ভিড়ের রেকর্ড এবারে ছাপিয়ে যাবে।