শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া সৌরভের নয়া পরিকল্পনা গুলির প্রশংসা করেছে

News Sundarban.com :
ডিসেম্বর ২৮, ২০১৯
news-image

‘ওয়ানডে সুপার সিরিজ’-এর ভাবনা তাঁর। চারটি দেশ নিয়ে সুপার সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদি সেটি এখনও প্রস্তাবের পর্যায় রয়েছে। তবে ইতিমধ্য়েই সৌরভের এমন ভাবনা বিশ্বের দুটি অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া সৌরভের এমন পরিকল্পনার প্রশংসা করেছে।

ক্রিকেটকে ভবিষ্যতে আরও জনপ্রিয় করে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ। আর সেই লক্ষ্যেই বিশ্বের অন্যতম সেরা চার দলকে নিয়ে সুপার সিরিজ আয়োজনের কথা ভেবেছেন তিনি। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আরেকটি ইন ফর্ম দলকে নিয়ে সুপার সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। সৌরভ জানিয়েছেন, ২০২১ নাগাদ সুপার সিরিজ চালু হতে পারে। প্রথমবার ভারতের মাটিতে আয়োজিত হতে পারে সুপার সিরিজ। এর পর রোটেশন পদ্ধতিতে বাকি তিন দেশেও অনুষ্ঠিত হবে মেগা টুর্নামেন্ট। প্রতি বছর সুপার সিরিজ আয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সুপার সিরিজ নিয়ে আলোচনার জন্য সৌরভ ও বোর্ড সচিব জয় শাহ ইংল্যান্ডে গিয়েছিলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সৌরভের প্রস্তাবে সায় দিয়েছে। তারা এই নিয়ে আইসিসি-র সঙ্গেও কথা বলতে রাজি বলে জানিয়েছে। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস ভারতীয় বোর্ড সভাপতির পরিকল্পনার প্রশংসা করলেন। বিসিসিআই-এর সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরই সাফল্যের সঙ্গে গোলাপি বলে টেস্ট আয়োজন নিয়ে সৌরভের প্রশংসা করেন রবার্টস। তবে এখনই সুপার সিরিজ নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন। এদিকে, আইসিসি-র তরফেও এখনও সুপার সিরিজ নিয়ে সবুজ সঙ্কেত আসেনি। কারণ, আইপিএল ও বিগ ব্যাশ শেষ হওয়ার পর অক্টোবর-নভেম্বর মাসে দ্য হ্যান্ড্রেড ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। তখন সুপার সিরিজ আয়োজন সমস্যার হতে পারে।