শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০১৯
news-image

লোকেশ রাহুল ও রোহিত শর্মা আর বিরাট কোহলির হাফ-সেঞ্চুরির দৌলতে কটকের বারাবটি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ ৪ উইকেটে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ৬৩ বলে ৬৩ করেন রোহিত এবং একই সঙ্গে ব্যক্তিগত মাইলস্টোন গড়েছেন তিনি।

শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’। এ দিনের ম্যাচে ২২ বছরের পুরনো সনৎ জয়সূর্যের রেকর্ড ভেঙে দিলেন রোহিত। বরিবার এ কথা টুইট করে জানায় বিসিসিআই।

১৯৯৭ সালে ওপেনার হিসেবে সব ধরনের ক্রিকেটে জয়সূর্ষ করেছিলেন ২,৩৮৭ রান। চলতি বছরে রোহিতের সংগ্রহ ছিল ২,৩৭৯ রান। অর্থাৎ, জয়সূর্ষর থেকে মাত্র ৮ রান পিছনে ছিলেন তিনি।