শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

 উত্তর প্রদেশে ফের চলল গুলি,নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল জনতার উপরে পুলিস গুলি চালায়

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৯
news-image

 উত্তর প্রদেশে ফের চলল গুলি। লখনউয়ের পর এবার কানপুর। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল জনতার উপরে পুলিস গুলি চালায় বলে অভিযোগ। সূত্রে খবর গুলিতে ৭ থেকে ৮ জন জখম হয়েছেন।

উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর মিলেছে। মেরুট, বাহরেচ, বুলন্দশহর, মুজাফফরনগরে পুলিসের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পাথর ছোড়া হয়। গাড়ি পোড়ানো হয় বুলন্দশহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। কোথাও লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিস। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার জানান, বিকেল ৩ টে থেকে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

** জামা মসজিদের সামনে এখনও বিক্ষোভ প্রদর্শন করছেন মানুষ। সকাল থেকে কয়েক হাজার মানুষে সেখানে বিক্ষোভ দেখান। তার নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদ

** দিল্লির দরিয়াগঞ্জে দফায় দফায় পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিস। লাঠিচার্জ করে বলে অভিযোগ।

** উত্তর প্রদেশে বুলন্দশহরে বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়

** তুমুল বিক্ষোভের জেরে চাঁদনি চক, রাজীব চক, দিল্লি গেট-সহ একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হলো