শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিড ডে মিলে মিলল আস্ত ইদুর,অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৯
news-image

মির্জাপুর, সোনভদ্রের পর এবার মুজাফ্ফরনগর। মিড ডে মিলে মিলল আস্ত ইদুর। যা খেয়ে একাধিক পড়ুয়া হাসপাতালে চিকিত্সাধীন। মিড-ডে মিল নিয়ে ফের অস্বস্তিতে যোগী সরকার।

ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের মজাফ্ফরনগর জেলার পচেন্দার একটি সরকারি স্কুলে। মিড ডে মিলের খাবার পরিবেশনের দায়িত্বে জন কল্যাণ সেবা সমিতি নামে একটি সংস্থা। মঙ্গলবার মেনু ছিল ডাল-ভাত। পরিবেশন চলছিল। সে সময় এক পড়ুয়ার পাতে ডাল-ভাতের সঙ্গে দেওয়া আস্ত ইদুর। সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক ছাত্রছাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। এই প্রথম নয়, মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে যোগীর রাজ্যে।

গত সপ্তাহে সোনভদ্রের একটি স্কুলে জল-দুধ পরিবেশন করার অভিযোগ ওঠে। মাত্র এক লিটার দুধ পরিবেশন করা হয় ৮১ পড়ুয়াকে। যা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এর আগে মির্জাপুরের একটি স্কুলে পড়ুয়াদের পাতে নুন আর রুটি পরিবেশন করা হয়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। প্রবল সমালোচনার মুখে পড়ে যোগীর প্রশাসন।