শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যেক সিরিজেই একটা করে দিন-রাতের টেস্ট ম্যাচ করার পরিকল্পনা রয়েছে বোর্ডের:সৌরভ গাঙ্গুলি

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৯
news-image

ইডেনে গোলাপি বলে দিন-রাতের ঐতিহাসিক টেস্ট সুপারহিট হয়েছে। তবে পিঙ্ক টেস্টের ভবিষ্যত কতটা সুদূরপ্রসারী তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রথমদিন থেকেই। তবে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যেক হোম সিরিজেই  অন্তত একটা করে দিন-রাতের টেস্ট ম্যাচ করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

 

সৌরভ বলেন, “আমার মনে হয়, এখনই সামনের দিকে তাকানো উচিত। প্রত্যেক সিরিজে অন্তত একটা করে দিন-রাতের টেস্ট খেলা উচিত।”

টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে বোর্ডের দায়িত্ব নিয়ে দিন-রাতের টেস্ট আয়োজন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। ইডেনে আড়াই দিনে দেড়লক্ষ দর্শক মাঠে বসে খেলা দেখেন। এবার সেই উদ্যোগকে অন্যান্য মাঠেও ছড়িয়ে দিতে চান সৌরভ।