একই ছবিতে দেখা যাবে বরুণ ধওয়ন, ভূমি পেডনেকর ও কিয়ারা

মুসফিরাহ হাবীব
বলিউডে এবার একই ছবিতে দেখা যাবে বরুণ ধওয়ন, ভূমি পেডনেকর ও কিয়ারা আডবাণীকে। ছবিটি তৈরি হবে করণ জোহরের প্রযোজনায় এবং শশাঙ্ক খৈতানের পরিচালনায়।
শশাঙ্কের দু’টি হিট ছবি ‘হাম্পটি শর্মা কী দুলহনিয়া’ ও ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’র নায়ক ছিলেন বরুণ। শশাঙ্ক ও বরুণ ভালো বন্ধু। নতুন ছবিটি সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। তবে, তিন অভিনেতার চিত্রনাট্য পছন্দ হয়েছে এবং তাদেরকে চূড়ান্ত করা হয়েছে। ‘কলঙ্ক’- ছবিতে বরুণ ও কিয়ারা কাজ করেছিলেন। তবে ভূমির সঙ্গে বরুণ এই প্রথমবার কাজ করবেন।
সম্প্রতি ‘কুলি নম্বর ওয়ান’-এর সেটে আরেকবার বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন বরুণ। একটি স্টান্ট দৃশ্যে খাদের ধারে ঝুলন্ত গাড়িতে আটকে পড়েছিলেন বরুণ। স্টান্ট চলাকালীন গাড়ির দরজার লক আটকে যায়। তবে, শেষ পর্যন্ত গাড়ি থেকে বেরোতে পারেন তিনি। প্রসঙ্গত, এর আগেও ছবির সেটে আগুন লেগেছিল একবার।