বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের জঙ্গলে নদীর চড়ে রয়েল বেঙ্গল টাইগার, ভিডিও

News Sundarban.com :
নভেম্বর ২১, ২০১৯
news-image

বিশ্লেষণ মজুমদার

সুন্দরবন ভ্রমণের সময় পর্যটকদের ক্যামেরায় বন্দি হল দক্ষিণরায়।আর শীতের মরশুম শুরু হতেই এই ভাবে দক্ষিণরায়ের দর্শনে খুশির খবর ভ্রমণ পিপাসু পর্যটকদের মধ্যে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের সুন্দরবনের দো-বাঁকী জঙ্গল এলাকায়।স্থানীয় ও পর্যটক সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে দশ বারো জনের দল সুন্দরবন ভ্রমনের জন্য গত ১৯ নভেম্বর ক্যানিং আসেন।সেখান থেকে পর্যটকদের দলটি গদখালি জেটিঘাটে এসডি হলিডে লঞ্চে উঠে সুন্দরবন ভ্রমনের জন্য।লঞ্চটি সজনেখালি হয়ে পরের দিন সকালে দো-বাঁকী ফরেস্ট ক্যাম্পের দিকে যাচ্ছিল গাজীখালি নদী দিয়ে।আর যাওয়ার সময় পর্যটকরা দেখতে পায় একটি রয়েল বেঙ্গল টাইগার নদীর চড়ে রোদ পোয়াচ্ছে।তার পর বাঘটি নদী চড় দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছে।এমনকি জঙ্গলের আগে চড়ে সরু খাড়ি খালে অল্প জলে পার হয় বাঘটি।তবে যাওয়ার পথে বাঘটি আবার এদিকে ওদিকে তাকাতে থাকে এবং কখন একটু জোরে আবার কখন একটু আসতে হেঁটে জঙ্গলের দিকে চলে যায়।এরপর জঙ্গলের পাড় দিয়ে কিছুটা পথ হেঁটে সুন্দরবনের গভীর জঙ্গলে চলে যায় বাঘটি।আর এই সমস্ত দক্ষিণরায়ের দৃশ্যগুলি পর্যটকরা তাদের ক্যামেরায় বন্দি করেন।পাশাপাশি আনন্দে মেতে ওঠে পযটকরা।