শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেহরুর জন্মদিন উপলক্ষে পালিত হল  শিশুদিবস  

News Sundarban.com :
নভেম্বর ১৫, ২০১৯
news-image

দেশের প্রথম প্রধানমন্ত্রী শিশু প্রেমী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে  শিশুদিবস হিসাবে পালিত হয়।তবে বিশ্বের অন্যান্য বেশিরভাগ দেশেই শিশুদিবস পালিত হয় ২০ নভেম্বর ৷বিগত ১৯৬৪ সাল পর্যন্ত  দেশে এই ২০ নভেম্বর দিনটিতেই পালিত হত শিশুদিবস হিসাবে৷ কারণ এই ২০ নভেম্বর আন্তর্জাতিত শিশু দিবস ৷১৯৬৪ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মারা যাওয়ার পর থেকেই শিশুপ্রেমিক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁর জন্মদিন ১৪ নভেম্বরই শিশুদিবস হিসাবে পালিত হয়ে আসছে।

বৃষ্পতিবার সকালে ১৪ নভেম্বর দিনটি স্মরণ করে এবং শিশুদের প্রতি কর্তব্য পালন করে  ক্যানিং চাইল্ড লাইনের উদ্যোগে পালিত হল জাতীয় শিশু দিবস৷এদিন সকালে ক্যানিং ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে জনাপঞ্চাশ শিশু হাতে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে ক্যানিংয়ের সঞ্জয় পল্লী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পদযাত্রায় সামিল হয়।শিশুদের সাথে তাদের পরিবারের লোকজন সহ ক্যানিং চাইল্ড লাইনের অন্যতম সদস্য দীপঙ্কর মিদ্দে,বান্টী মুখার্জী,প্রিয়াঙ্কা মন্ডল,রীণা পাল,মমতা রায়,পিংঙ্কী বেরা,দ্বিতীয়া কুন্ডু সহ একাধিক বিশিষ্টরা উপস্থিত ছিলেন।পদযাত্রা শেষে ক্যানিং চাইল্ড লাইন অফিসে এক সেমিনারের মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকদের কে শিশু দিবস সম্পর্কে আলোচন এবং শিশুদের প্রতি কেমন কর্তব্য আচার আচরণ করা উচিৎ সেই সম্পর্কে অবহিত করেন।অনুষ্ঠান শেষে প্রতিটি শিশুর হাতে বেলুন,খেলনা,খাবারের প্যাকেট তুলেদেন ক্যানিং চাইল্ড লাইনের কর্মকর্তারা।