বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুলবুল তান্ডবে বিপর্যয় পরিবারদের ত্রাণ দেওয়া শুরু ক্যানিংয়ে

News Sundarban.com :
নভেম্বর ১৪, ২০১৯
news-image

বিশ্লেষণ মজুমদার 

বুলবুল তান্ডবে বিপর্যয় ঘটেছিল দক্ষিণ ২৪ পরগণা জেলার সমগ্র সুন্দরবন এলাকায়। বাড়ীঘর ভেঙে অসহায় হয়ে পড়েছিলেন হাজার হাজার পরিবার।বুলবুলে ভেঙেপড়া বাড়ীঘরে আশ্রয়ের ঠাঁই না হওয়ায় অসহায় পরিবার গুলি আশ্রয় নিয়েছিলেন খোলা আকাশের নীচে।বুলবুল তান্ডবের পর রবিবার সাময়িক ভাবে দুর্গত মানুষজনের কাছে সামান্য হলেও রাজ্য সরকারের উদ্যোগে ত্রাণ পৌঁছায়।সেই ত্রাণ দুর্গত মানুষজনদের কাছে পর্যাপ্ত পরিমান না হওয়ায় বুদবার দুপুরে বিভিন্ন ব্লক অফিস থেকে রাজ্য সরকারের উদ্যোগে বুলবুলে আক্রান্ত দুর্গত অসহায় মানুষজনদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা হয়।বুধবার দুপুরে ক্যানিং ১ ব্লক বিডিও অফিস সংলগ্ন থেকে দিঘীরপাড়,ইটখোলা,নিকারীঘাটা,মাতলা১,২,দাঁড়িয়া,হাটপুকুরিয়া সহ ক্যানিং ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৫০ জন বুলবুল আক্রান্ত পরিবারের হাতে ১২কেজি চাল,এককেজি মুড়ি,দেড়কেজি আলু,এককেজি আটা,এক প্যাকেট বিস্কুট সহ একটি করে ত্রিপল তুলেদেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল। এদিন দুর্গতদের ত্রাণ বিলিতে উপস্থিত ছিলেন ক্যানিং ১ বিডিও নীলাদ্রী শেখর দে সহ অন্যান্য সরকারী আধিকারীকগণ। অন্যদিকে বাসন্তী ব্লকে বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর ও বাসন্তীর বিডিও সৌগত সাহা এদিন বাসন্তী ব্লকের প্রায় ৩০০ বুলবুল দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলেদেন।