শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে প্রত্যর্পণ করলেই আত্মহত্যা করব:নীরব মোদী

News Sundarban.com :
নভেম্বর ১০, ২০১৯
news-image

ঋণ খেলাপীতে অভিযুক্ত বিজয় মালিয়া বলেছিলেন, ভারতীয় জেলের পরিকাঠামো অত্যন্ত খারাপ। তাঁকে যেন ওমন জেলে না পাঠানো হয়। ব্রিটেনেই বিচারাধীন আর এক ঋণ খেলাপীতে অভিযুক্ত নীরব মোদী বললেন, ভারতে প্রত্যর্পণ করলেই আত্মহত্যা করবেন তিনি। বুধবার ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এমনই হুঁশিয়ারি দিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদী।

মাথার উপর ১১ হাজার কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগ। নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণ করানোর সব ধরনের পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। এ দিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জামিনের আর্জি জানিয়ে ব্যর্থ হয়েছেন নীরব মোদী। বিচারক এমা আরবথনট জানান, একজন মানুষের অতীতই নির্ধারণ করে ভবিষ্যতে তিনি কী করতে পারেন? অর্থাত্ নীরব মোদীকে জামিন দিলে তদন্তে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বিচারক আরবথনট।

এ দিন জামিন খারিজ হয়ে যাওয়ায় অত্যন্ত বিপাকে পড়েন নীরব মোদী। কারণ, পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী বছর মে মাসে। এর মধ্যে তাঁর জামিনের আবেদন শোনা হবে না। যদিও ২৮ দিন অন্তর ওয়ান্ডসর্থ জেল থেকে ভিডিয়ো কনফারেন্সে বিচারকার্য চলবে বলে জানা যাচ্ছে।