বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইজরায়েলে তৈরি স্পাইওয়ার পেগাসাস-এর মাধ্যমে ভারতের ১২১ জনের ফোনে আড়িপাতা হচ্ছে

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০১৯
news-image

ভারতীয়দের ফোনে যে আড়িপাতা হচ্ছে তা আগে থেকেই জানত কেন্দ্র! সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই বিষয়টি ভারত সরকারকে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। এমনটাই তারা দাবি করেছে। জানানো হয়েছিল ইজরায়েলে তৈরি স্পাইওয়ার পেগাসাস-এর মাধ্যমে ভারতের ১২১ জনের ফোনে আড়িপাতা হচ্ছে। গোটা বিষয়টি সম্প্রতি ফাঁস করেছে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক।

এদিকে, গত বৃহস্পতিবারই হোয়াটসঅ্যাপের কাছে গোটা বিষয়টির ব্যাখ্যা চেয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, স্পাইওয়ার পেগাসাসের মাধ্যমে সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী-সহ মোট ১২১ জনের ফোনে আড়িপাতা হচ্ছিল। তবে বিষয়টি ওইসব গ্রাহকদের জানানো হয়েছিল বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ।

কীভাবে কারও ফোনে ঢুকে পড়ে পেগাসাস? কারও ফোনে ভিডিও এলে তার ফোনে ঢুকে পড়ে পেগাসাস। ফোনে রিং হলে পেগাসাস ঢুকে কাজ শুরু করে দেয়। এরপর ফোনের গোটা সিস্টেমের দখল নেয় ওই স্পাইওয়ার। এর ফলে গ্রাহকের সব পাসওয়ার্ড, কনট্যাক্ট, ক্যালেন্ডারের সব ইভেন্ট, ফোনের মাইক্রোফোন ও ক্যামেরার ওই স্পাইওয়ারের দখলে চলে যায়।

গোটা বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন সমাজকর্মীরা। এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুক্রবার সংবাদমাধ্যমে বলেন, হোয়াট্সঅ্যাপে ভারতীয়দের ওপরে নজর রাখার বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন। বিষয়টি হোয়াটসঅ্যাপকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তথ্য সুরক্ষায় তারা কী করছে তাও জানতে চাওয়া হয়েছে। দেশের মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে বদ্ধপরিকর সরকার।