শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লিতে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ,বায়ুদূষণের জেরে এবার সেই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০১৯
news-image

গত দু-তিন বছর ধরে শীতকাল এলেই বায়ুদূষণে জেরবার হচ্ছে রাজধানী দিল্লি। এবার অবশ্য শীত আসার আগেই দিল্লির বাতাসের অবস্থা বেশ উদ্বেগজনক। বায়ুদূষণের জেরে গত বছর দিল্লির দৃশ্যমানতা কমে গিয়েছিল। যার জেরে বহু ম্যাচ বাতিল হয়। এমনকী শ্রীলঙ্কার ক্রিকেটাররা ফিরোজ শাহ কোটলায় ম্যাচ খেলতে নেমেছিলেন মুখে মাস্ক পরে। এবারও অবস্থা সেরকমই। ৩ নভেম্বর দিল্লিতে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হওয়ার কথা। কিন্তু বায়ুদূষণের জেরে এবার সেই ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নভেম্বর নাগাদ দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ফলে কমতে পারে দৃশ্যমানতা। তার উপর বাতাসে দূষিত ধূলিকণার মাত্রা বাড়ার শঙ্কাও থাকছে। এমন পরিবেশে ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না সেটাই দেখার।

দিওয়ালির আগের রিপোর্ট বলছে, দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। দিল্লির বাতাসের AQI স্তর উদ্বেগজনক। আগামী এক মাসের মধ্যে অবস্থা ভাল হওয়ার আশা কম। যদিও ডিডিসিএ-র তরফে জানানো হয়েছ, বায়ুদূষণে তাদের নিয়ন্ত্রণ নেই। তবে ম্যাচ আয়োজনের যাবতীয় প্রস্তুতি তারা সেরে ফেলেছে। এদিকে, বিসিসিআই আশা করছে, নভেম্বর নাগাদ অবস্থা নিয়ন্ত্রণে চলে আসবে। ভারতীয় বোর্ড-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশ দলের সফর সুবিধাজনক করতেই দিল্লিতে প্রথম ম্যাচ রাখা হয়েছে। শাকিব আল হাসানরা দিল্লিতে এসে প্রথম ম্যাচ খেলবেন। এর পর কলকাতায় টেস্ট খেলে রওনা হবেন দেশের উদ্দেশে। নাগপুর, রাজকোট ও ইন্দোরে বাকি ম্যাচগুলি খেলবে বাংলাদেশ। পুরো কার্যক্রম রাখা হয়েছে বাংলাদেশ দলের সফর আরামদায়ক করার জন্য।