মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ,নির্ভরযোগ্য অলরাউন্ডার সইফুদ্দিন খেলবেন না

News Sundarban.com :
অক্টোবর ২৭, ২০১৯
news-image

আসন্ন ভারত সফরকে তারা কঠিন চ্যালেঞ্জ হিসাবে ধরছে। সব থেকে বড় ব্যাপার, সফর প্রায় বাতিল হতে বসেছিল। বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের মধ্যে কাজিয়ার জন্য প্রায় বাতিল হতে বসেছিল সফর। কিন্তু শেষমেশ ঝামেলা মেটায় সিরিজ হচ্ছে। ভারত সফরে আসছে বাংলাদেশ। এমনকী, ইডেনের ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা। বিসিসিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইডেনে বসে ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বিরাট কোহলি টি-২০ সিরিজে বিশ্রামে থাকছেন। তাঁর জায়গায় অধিনায়ক রোহিত শর্মা। নেই হার্দিক পান্ডিয়াও। অন্যদিকে ভারত সফরের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। তাঁদের নির্ভরযোগ্য অলরাউন্ডার সইফুদ্দিন খেলতে পারবেন না।

কোমরে চোট ছিল সইফুদ্দিনের। বেশ কয়েকদিন ধরে সেই চোট নিয়ে সমস্যায় ছিলেন তিনি। ত্রিদেশীয় সিরিজে সইফুদ্দিন খেলেছিলেন চোট নিয়েই। তবে এবার আর ঝুঁকি নিতে চায় না বিসিবি। ভারত সফরে আসছেন না সউফুদ্দিন। জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্নত পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছিলেন সউফুদ্দিন। তবে তাঁর পরিবর্তে কে দলে আসছেন সেই বিষয়ে কিছু জানায়নি বিসিবি। বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ভারত প্রতিবেশী দেশ। পরিবর্ত ক্রিকেটার পাঠাতে খুব একটা সমস্যা হবে না আমাদের। ৩ নভেম্বর ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ। উল্লেখ্য, আজ পর্যন্ত ভরতীয় দলকে টি-২০ ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার তাদের কাছে ভাল সুযোগ রয়েছে।