মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাসেল ডমিঙ্গোর কোচিং স্টাফে বেশ আগেই যোগ দিয়েছেন চার্লস ল্যাঙ্গেভেল্ট

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৯
news-image

রাসেল ডমিঙ্গোর কোচিং স্টাফে বেশ আগেই যোগ দিয়েছেন চার্লস ল্যাঙ্গেভেল্ট। কিন্তু প্রথম সিরিজেই বাংলাদেশ দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতক্ষণ উপমহাদেশে খেলা হচ্ছে ততক্ষণ স্পিন আক্রমণই মূল ভরসা। আফগানিস্তানের বিপক্ষে কোন পেসার ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। আসছে ভারত সফরে তেমন কিছু না দেখা গেলেও স্পিনই এ দলের মূল ভরসা। আর তাই দলের আশা ভরসাও এখন ল্যাঙ্গেভেল্টে নয়, মাত্রই দলের সঙ্গে যুক্ত হওয়া ড্যানিয়েল ভেট্টোরি।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক খণ্ডকালীন স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ডমিঙ্গোর দলে। আজ অনুশীলনেই পরিষ্কার বোঝা গেছে ভারত সফরের আগে ভেট্টোরির ওপর কতটা ভরসা রাখছেন মূল কোচ। প্রথম দিনের অনুশীলন শেষে ভেট্টোরির কাছে পাশ মার্ক পেয়েছেন খেলোয়াড়েরা।

রাসেল ডমিঙ্গোর কোচিং স্টাফে বেশ আগেই যোগ দিয়েছেন চার্লস ল্যাঙ্গেভেল্ট। কিন্তু প্রথম সিরিজেই বাংলাদেশ দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতক্ষণ উপমহাদেশে খেলা হচ্ছে ততক্ষণ স্পিন আক্রমণই মূল ভরসা। আফগানিস্তানের বিপক্ষে কোন পেসার ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। আসছে ভারত সফরে তেমন কিছু না দেখা গেলেও স্পিনই এ দলের মূল ভরসা। আর তাই দলের আশা ভরসাও এখন ল্যাঙ্গেভেল্টে নয়, মাত্রই দলের সঙ্গে যুক্ত হওয়া ড্যানিয়েল ভেট্টোরি।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক খণ্ডকালীন স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ডমিঙ্গোর দলে। আজ অনুশীলনেই পরিষ্কার বোঝা গেছে ভারত সফরের আগে ভেট্টোরির ওপর কতটা ভরসা রাখছেন মূল কোচ। প্রথম দিনের অনুশীলন শেষে ভেট্টোরির কাছে পাশ মার্ক পেয়েছেন খেলোয়াড়েরা।

আজ ঢাকায় পা আসা ভেট্টোরির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। বহুদিন পর দলে ফিরেই বাঁহাতি স্পিনের এমন এক কিংবদন্তির পরামর্শ পাওয়ার উচ্ছ্বাস টের পাওয়া যাচ্ছিল সানির কণ্ঠে, ‘একজন বাঁহাতি স্পিনার হিসেবে সব সময় ওর বোলিংটা অনুকরণ করতাম। উনি সেরা সব বাঁহাতি স্পিনারদের একজন। এখন আমার কোচ, আজকে তো প্রথম দিন। দেখা যাক অনুশীলন তো আরও আছে। দলের সঙ্গে আছি, তাঁর সঙ্গে কথা বলব কীভাবে কী করা যায়। কারণ তাঁর অভিজ্ঞতা রয়েছে অনেক। আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় তো তিনি ছিলেনই, আইপিএলেও কোচিং করিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলে আরও ভালো পারফরম্যান্স করতে পারব। তাঁর সঙ্গে শেয়ার করলে হয়তো আরও উন্নতি সম্ভব হবে।’

ভারতের মাটিতেই সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। দুঃখজনকভাবে দল থেকে বাদ পড়ার তিন বছর পর আবার ফিরেছেন দিলে।