বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশি অভিযানে  ২৫ টি মূল্যবান ল্যাপটপ উদ্ধার

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৯
news-image

জয়নগর : গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ ও জয়নগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ২৫ টি মূল্যবান ল্যাপটপ ও বেশকিছু সি পি ইউ এবং এল ই ডি মনিটর উদ্ধার করে। আটক করা হয় তাদের ব্যবহৃত একটি টাটা সুমো গাড়ি ও।
বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ গোপন সূত্রে খবর পায় যে জয়নগরের দিক থেকে কলকাতা র দিকে একটি টাটা সুমো গাড়িতে করে প্রচুর ল্যাপটপ, সি পি ইউ এবং মনিটর পাচার হচ্ছে। সূত্রের খবরের গুরুত্ব দিয়ে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জয়নগর থানার পুলিশ জয়নগর থানার মুলদিয়া মোড়ের কাছে একটি টাটা সুমো কে ধরেও ফেলে।ওই গাড়ির মধ্যে চালক ছাড়া এক জন মহিলা ও দুজন পুরুষ যাত্রী ছিলেন এবং গাড়ির মধ্যে ১১ টি ল্যাপটপ,৫ টি- সি, পি ,ইউ ও ৬ টি কম্পিউটার মনিটর ছিল। গাড়ির মধ্যে থাকা ওইসব ল্যাপটপ ,সিপিইউ এবং মনিটরের কোন কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ চালকসহ তিন জনকে গ্রেপ্তার করে এবং তাদের জেরা শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতরা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।এদের মধ্যে এক বিএসএফ এর কনস্টেবল এবং তার স্ত্রী আছে।অন্যদিকে দক্ষিণ২৪ পরগনার মন্দির বাজার থানার মাধবপুর এলাকায় সানোয়ার মোল্ল্যা নামে এক যুবকের কাছ থেকে ঐ ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রী নিয়ে মুর্শিদাবাদের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল। এরপর পুলিশ ধৃতদের নিয়ে মন্দির বাজার থানার সানোয়ার মোল্ল্যার দোকানে হানা দেয় এবং সেখানে তল্লাশি চালিয়ে আরো ২৭ টি ল্যাপটপ, ১০ সি,পি,ইউ ও ১২ টি মনিটর সহ কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। ধৃতরা এই কম্পিউটার সামগ্রী নিয়ে কোথায় যাচ্ছিল এবং কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি সানোয়ার মোল্ল্যা এতগুলি ল্যাপটপ এবং কম্পিউটারের সি,পি,ইউ, মনিটর ,কাগজপত্র ছাড়া কোথা থেকে পেল সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।