শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলের চাপে আত্মহত্যা, এই অভিযোগে আজও সেন্ট যোসেফ স্কুলের সামনে বিক্ষোভ।

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৯
news-image

স্কুলের চাপে আত্মহত্যা করেছে ক্লাস টেনের ছাত্র। এই অভিযোগে আজও সেন্ট যোসেফ স্কুলের সামনে বিক্ষোভ। প্রিন্সিপাল জয়তী ব্যানার্জির অপসারণের দাবিতে সরব অভিভাবক ও প্রাক্তনীরা। মোমবাতি হাতে পথ হাঁটেন তাঁরা।

মেট্রো রেলে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্র তূনীর ব্যানার্জির মৃত্যুর জেরে স্কুলের অধ্যক্ষা জয়তী ব্যানার্জির অপসারণের দাবি তুললেন বৌবাজার সেন্ট জোসেফ স্কুলের অভিভাবক ও প্রাক্তনীরা। বুধবার সকালে স্কুলের গেট থেকে মোমবাতি মিছিল বের করেন প্রায় পাঁচশো অভিভাবক এবং শ’খানেক প্রাক্তনী। তূনীরের বাবার এই মিছিলে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহুর্তে তিনি আসতে পারেন নি। নির্মল চন্দ্র স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ হয়ে আবার স্কুলের সামনে গিয়ে শেষ হয় সেই প্রতিবাদ মিছিল।

অভিভাবক এবং প্রাক্তনীদের সমর্থনে এগিয়ে এসেছেন স্কুলের শিক্ষিকাদেরও একাংশ। সদ্য এবং বছর পাঁচেক আগে অবসরপ্রাপ্ত দুই শিক্ষিকা  জনিয়েছেন মূলত জয়তী ব্যানার্জির স্বৈরাচার ও যথেচ্ছাচার না মেনে নিতে পারায় তাঁরাও বাধ্য হয়ে স্বেচ্ছা অবসর নিয়েছেন।